অবশেষে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম
স্টাফ রিপোর্টারঃ সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম করার বিরুদ্ধে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ফলে রাষ্ট্রধর্ম ইসলাম বৈধ বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বে হাইকোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ সোমবার দুপুরে শুনানি শেষে এ রায় দেয়।
বেঞ্চের অপর সদস্যরা হলেন-বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।
রাষ্ট্রধর্ম বহাল রাখা নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আজ এ রায় এলো।