সব

চবির প্রথম নারী উপ-উপাচার্য শিরীণ আখতার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th March 2016at 11:51 pm
29 Views

8শিক্ষা ডেস্কঃ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক শিরীণ আখতার। চার বছরের জন্য তাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতবছরের ১৫ জুন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।

শিরীণ আখতার ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চট্টগ্রাম গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে স্নাতকোত্তর পাস করেন।

১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালের ১ জানুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে শিরীণ আখতার অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

শিরীণ আখতার বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।


সর্বশেষ খবর