বার্নিকাটসহ তিন অতিথি স্পিকারের সাথে সাক্ষাৎ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাটসহ তিন গুরুত্বপূর্ণ অতিথি নিয়ে একান্ত আলাপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফস।
সাক্ষাতের শুরুতে স্পিকারের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকলেও, পরে অতিথিদের অনুরোধে তাদের বাইরে যেতে বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের রাজনীতি ও সংসদের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এর আগেও বার্নিক্যাট স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন, তখন সংসদের জনসংযোগ কর্মকর্তা ও ক্যামেরা পারসনদের থাকতে বাধা দেওয়া হয়নি। এবারই প্রথম এমনটি হয়েছে বলে জানান এক কর্মকর্তা।
এদিকে সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতিনিধি দল জানিয়েছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রকামী।
তারা বলেন, বর্তমানে বাংলাদেশে কার্যকরী ও অংশগ্রহণমূলক সংসদীয় গণতন্ত্র অব্যাহত রয়েছে। ভবিষ্যতে গণতন্ত্র চর্চা আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তবে স্পিকার তাদের আশ্বস্ত করে জানিয়েছেন, বাংলাদেশের জাতীয় সংসদ পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক কার্যকরী। বর্তমান সংসদে বিরোধীদল সক্রিয় ভূমিকা পালন করছে। পূর্বের সংসদে বিরোধী দল থাকলেও দিনের পর দিন তারা সংসদ অধিবেশনের বাইরে ছিলেন। তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদে ভূমিকা রাখেননি।