আগামী পাঁচ বছরে দেশ এতটাই সফল হবে, যা কল্পনাও করা যায়না- পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর প্রত্যাশার প্রতিফলন হয়েছে। দেশের মানুষ সুস্পষ্ট রায় দিয়েছে, দেশটি কার হাতেপরিচালিত হবে। দেশ পরিচালিত করবে তারাই, যারা স্বাধীনতার পক্ষের শক্তি এবং যারা উন্নয়ন করবে। তারা এও বিশ্বাস করতেন, যেউন্নয়ন প্রকল্প আমাদের হাতে রয়েছে, এই সরকার পরিবর্তন হলে প্রকল্পগুলো আর বাস্তবায়িত হবে না। অতীত অবস্থা থেকে এটা আমরাবুঝতে পারি।দেশের মানুষ আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছে সেবা করার। আমরা সুযোগ পেলাম, চলমান প্রকল্পবাস্তবায়ন করার জন্য। এই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার লেভেল অনেক বড় হয়েছে। তারা বিশ্বাস করে, আমরা পারব। আমিআপনাদের সামনে রেখে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী কখনো ব্যর্থ হননি, এবারও তিনি ব্যর্থ হবেননা। যত বড় প্রত্যাশারলেভেলই দেশের মানুষের হোক, তিনি সেই প্রত্যাশার লেভেল স্পর্শ করবেন। তার হাত ধরে আমরা আগামী পাঁচ বছরে এতটাই সফলহব, যা এই দেশের মানুষ কল্পনা করে নাই। নির্বাচনের কারনে আশংকা ছিল যে ডিসেম্বরে মুল্যস্ফীতি বাড়বে কিন্তু বাড়েনি। নির্বাচনে দুধ ও চিনির প্রয়োজনীয়তাই সবচেয়ে বেশী হয়। কিন্তু এ সময়ে এদুটির দাম ছিল যেকোন সময়ের তুলনায় কম। চিনির দাম গত ১০ বছরের মধ্যে বিশ্ববাজারে সবচেয়ে কম ছিল। গত মাসের তুলনায় চলতি অর্থ বছরের ডিসেম্বরমাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ।নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৭শতাংশ।বুধবার (২ জানুয়ারী, ২০১৯) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
মাননীয় মন্ত্রী আরো বলেন, উন্নয়নের কারণেই দেশের মানুষ আবারও আমাদেরকে নির্বাচিত করেছে আমার একটি কথাসত্য হয়েছে, আপনারা অনেকে বিভিন্ন সভায় বলতেন, নির্বাচন আর উন্নয়ন এক জিনিস নয়। উন্নয়ন দিয়ে নির্বাচনের ফলাফল বোঝাযাবে না। আমি তখন বলেছিলাম আপনাদেরকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে সফল মানুষ এ দেশের। তিনি যে পরিমাণ উন্নয়নকরেছেন এদেশের মানুষের জন্য সেই উন্নয়নের হাত ধরেই আমরা বিজয়ী হবো। এবং আমি এও বলেছিলাম, দেশের মানুষের জন্য তিনিএতটাই উন্নয়ন করেছেন, কেউ যদি ইচ্ছাও করে তার বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে অবস্থান নেবে, আমার বিরুদ্ধে অবস্থান নেবে; তানিতে পারবে না। ভোট কেন্দ্রে গিয়ে তারা আমাদেরকেই ভোট দিবে। যদি ভোট করতে না চায়, তাহলে তাদের মন বলবে, এটা অন্যায়হয়েছে। তাদের হাত কাঁপবে। এটা কিন্তু প্রমাণ হয়েছে।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, তাতেই আমরা খুশি। তিনি না দিলেওদেশের উন্নয়নে আমরা কাজ করব।