সব

শেরপুরের ঝিনাইগাতীতে এক সঙ্গে তিন সন্তান প্রসব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 2nd January 2019at 9:55 pm
100 Views

ফারুক হোসেন (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সোনিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন মেয়ে সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার (১ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী মধ্যপাড়া গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়ীতে স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারী) অবস্থায় পর পর তিনটি সন্তান প্রসব করেন। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের মো. আমজাদ হোসাইনের স্ত্রী।
বুধবার (২ জানুয়ারী) ঘটনাটি জানাজানি হলে সকাল থেকেই উৎসুক জনতা নবজাতকদের দেখার জন্য ওই বাড়ীতে ভীড় জমাচ্ছেন। বর্তমানে মা সোনিয়াসহ তিনটি সন্তানই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ওই নবজাতকদের সন্তানদের বাবা আমজাদ হোসেন।
এদিকে, নবজাতক তিনটির নামও রেখেছেন তাদের নানা মো. সেকান্দর আলী। প্রথম মেয়েটির নাম আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় মেয়েটির নাম রাবেয়া বশরী, ও তৃতীয়টির নাম সোমাইয়া আক্তার। তিন নবজাতকের বাবা, মা, দাদা, দাদী, নানা, নানীসহ সকল আত্মীয়স্বজন বেশ খুশি হয়েছেন।
তিন সন্তানের বাবা মো. আমজাদ হোসেন বলেন, পরপর আমার ঘরে তিনটি সন্তান ভুমিষ্ট হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি। তবে আমি ডাক্তারী রিপোর্টে অর্থাৎ আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে আগেই জেনেছিলাম আমার ঘরে তিনটি সন্তান আসছে।
সন্তান জন্ম দেয়া মা সোনিয়া আক্তার সাংবাদিকদের বলেন, আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দান করেছেন। আমি তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহপাক যেন এদের বাঁচিয়ে রাখেন।


সর্বশেষ খবর