নড়াইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ লাইনে বড় খানা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সু-সম্পন্ন হওয়ায় এবং জেলার আইন শৃংখলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ থাকায় জেলা পুলিশের বিশেষ অর্জন উপলক্ষে নড়াইলের পুলিশ সুপার, মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম),এর আন্তরিক প্রচেষ্টায় বড় খানা, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান” আযয়োজন করেণ নড়াইল জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৩ জানুয়ারী) রাত ৮,৩০ মিনিটে, এ সময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের ফোর্সবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা দায়রা জজ, প্রশাসক আনজুমান আরা, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) এর সহধর্মিনী নাহিদা আক্তার চৌধুরী সুমি প্রমুখ। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন অক্লান্ত পরিশ্রম করেন। মূলত তার সঠিক দিক-নির্দেশনার ফলেই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
আর এতে সন্তোষ প্রকাশ করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)। সন্ধ্যার পরপরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বড় খানা অনুষ্ঠিত হয় এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)কে নিজ হাতেই অতিথিদের খাবার পরিবেসন করেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে বলেন, নড়াইলে কর্মরত পুলিশ ফোর্সরা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকে। তারা যাতে আরও বাড়তি ভালো খাবার গ্রহণ করতে পারে এ লক্ষে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি মাসে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বড় খানার আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।