চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ এর ৭১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 5th January 2019at 7:31 am
FILED AS: জেলা সংবাদ
104 Views
ফারহাদ রাজ ফাহিম রাজশাহীঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা বাংলাদেশ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠন ছাএলীগ, এর জেলা শাখার ৭১ তম জন্মবার্ষিকী পালিত হলো আজ। নগরীর শহীদ মুনিমুল হক সড়কের পার্শ্বে অবস্থিত
বাংলাদেশ আওয়ামী লীগের অফিস কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অএ ৭১ তম জন্ম তথা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।
শুক্রবার সকালে সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগের নের্তৃবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, যুবলীগ, সহ 🇧🇩 বাংলাদেশ আওয়ামী- লীগ এর ছএছায়ায় বেরেউঠা সকল অংগসংগঠনে সম্পৃক্ত বেশকিছু নেতৃবৃন্দ। নেতৃস্থানীয় বিশেষ ব্যাক্তিবর্গগণও অংশ নেন এ প্রতিষ্ঠাবার্ষিকি অনুষ্ঠানে।
জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। শুক্রবার এবং এর পরবর্তী সব কর্মসূচি স্থগিত করে ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সকল কর্মসূচি স্থগিত করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে শুধুমাত্র জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। প্রসঙ্গত, ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেছিল ছাত্রসংগঠনটি। এ সময় ছাএলীগ এর প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানের সকল আয়োজন ছাএলীগ স্থগিত ঘোষনা করেন।
আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রিয় নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন দলীয় উপস্থিত সকল নেতৃবৃন্দ। এবং তাহার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দলীয় সকল নেতাকর্মীগণ।