সব

সরকারি তিতুমীর ক‌লে‌জ শিক্ষক‌দের কর্ম‌বির‌তি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 26th February 2019at 11:24 pm
90 Views

 

মোঃ সাখাওয়াত হোসেনঃ নর‌সিংদী সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ ড. আ‌নোয়ারুল ইসলা‌মের উপর সন্ত্রাসী হামলার প্র‌তিবা‌দে ও দোষী‌দের শা‌স্তির দা‌বি‌তে সরকা‌রি তিতুমীর ক‌লে‌জে কর্ম‌বির‌তি ও মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দি‌কে ক‌লে‌জের প্রধান ফট‌কে “কর্মস্থ‌লে নিরাপত্তা চাই” স্লোগা‌নে ‌বি‌সিএস সাধারণ শিক্ষা স‌মি‌তি, তিতুমীর ইউ‌নিট এর ব্যানা‌রে এ কর্মসূ‌চি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন, উপাধক্ষ্য ড.মোসাঃআবেদা সুলতানা সহ কলেজের শিক্ষকবৃন্দ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন জানান, নর‌সিংদী সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ ড. আ‌নোয়ারুল ইসলা‌মের যেভাবে তার অফিস কক্ষে ঢুকে লাঞ্ছিত করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া তিনি জানান, বিসিএস সাধারণ সাধারন শিক্ষা সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের জানানো হয় ২৬ ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য হামলার ঘটনার পর গত শনিবার কলেজের প্রিন্সিপাল ড. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাতনামা ৫/৬ ব্যক্তিকে।

কলেজের সিসি ক্যামেরায় প্রাপ্ত ছবি অনুযায়ী দেখা গেছে যে, অজ্ঞাতনামা ৫/৭ জন ব্যক্তি একটি অটো নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। তখন তাদের মুখে কোন মুখোশ ছিল না। ক্যাম্পাসে ঢুকে তারা মুখোশ পড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ হামলাকারী সকলকেই চেনা গেছে বলে জানা গেছে।

সরকারি তিতুমীর কলেজসহ সকলের এখন একটাই দাবী, হামলাকারীদের দ্রুত বিচার চাই।


সর্বশেষ খবর