গাজীপুরে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩
মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) গাছা থানা পুলিশ ভুসির মিল এলাকার মেম্বার বাড়ী রোডে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। এঘটনায় ৩ জন কে আটক করে পুলিশ। গাছা থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে গাছা থানা পুলিশ ভুসির মিল এলাকার মেম্বার বাড়ী রোডে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। এঘটনায় মহিউদ্দিন (৪০), দিল মোহাম্মদ বাবু (৩৮) ও আরিফ (২৩) কে ঘটনাস্থল থেকে ইয়বা সহ আটক করা হয়। আটককৃত মহিউদ্দিনের গ্রামের বাড়ী কুমিল্লার দাউদকান্দি এলাকায়, দিল মোহাম্মদ বাবুর বাড়ী গাজীপুরের বাসন, ও আরিফের বাড়ী টঙ্গীর মুদাফা এলাকার বলে জানা গেছে। এ ব্যাপারে গাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান, গাছা থানার ওসি(তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা। মামলা নং (৩৫)।