সব

বিরামপুরে রাজু চেয়ারম্যান ও মেজবা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 20th March 2019at 12:02 am
77 Views

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় মোট ৪৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।

বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সতন্ত্র প্রার্থী খায়রুল আলম রাজু আনারস প্রতীকে ৩৭৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত পারভেজ কবীর নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫৬৭১ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মেজবাউল ইসলাম মেজবা টিয়া পাখি প্রতীক নিয়ে ২০৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দেলোয়ার হোসেন মোল্লা উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪৯৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলসুম বানু হাঁস মার্কায় ৩২৯৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আমেনা বেগম বৈদ্যুতিক পাখা মার্কায় পেয়েছেন ২৫২৬৪ ভোট।


সর্বশেষ খবর