ঘাতক বাসের চালক রিমান্ডে
অনলাইন ডেস্কঃ রাজধানীর প্রগতি সরণির নদ্দায় বিইউপি শিক্ষার্থীকে চাপা দেওয়া সেই ‘ঘাতক’ বাসের চালক সিরাজুল ইসলামের (২৪) ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম আজ বুধবার বেলা পৌনে ৩টার পর সিরাজুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানার ওসি আমিনুল ইসলাম এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।