দখলদার সরকার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ : ফখরুল
অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে যে নৈরাজ্য তৈরি হয়েছে, তারই প্রমাণ নিরাপদ সড়কের আন্দোলন। আমরা দেখছি যে, দেশে এখন কোনো আইনের শাসন নেই। সমগ্র দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই দখলদার সরকার, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মানুষকে শান্তি, নিরাপত্তা দিতে এবং জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত গণঅনশনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আর বসে থাকার সুযোগ নেই। আজকের এই অনশন কোনো ছোট অনুষ্ঠান নয়। এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। কারণ এটা ছোট-খাটো সংগ্রাম ও লড়াই নয়। এটা আমাদের অস্তিত্বের লড়াই।