কোটালীপাড়ায় বইছে দোয়াত কলমের গণজোয়ার
রনী আহম্মেদ কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোটালীপাড়ার দোয়াত কলমের গণজোয়ার বইছে বলে মত প্রকাশ করছেন উপজেলার সাধারন জনগন। দোয়াত কলম প্রতীকে বিমল কৃষ্ণ বিশ্বাস সকল শ্রেণি পেশার মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে দাবি সাধারন ভোটারদের।
আগামী ২৪/০৩/১৯ইং তারিখ উপজেলা পরিষদ নির্বাচন, এ নির্বাচনকে আর একটি মুক্তিযুদ্ধ হিসেবে দেখছে কোটালীপাড়াবাসী। এরই মধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সব জায়গাতেই চলছে দোয়াত কলমের পক্ষে প্রচার-প্রচারনা, গণসংযোগ, মিছিল, পথসভা ও উঠান বৈঠক।
বিমল বিশ্বাসের দোয়াত কলমের পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহন করেন কোটালীপাড়া পৌরসভার পৌর পিতা হাজী মোঃ কামাল হোসেন শেখ, হিরন উইপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, শেখ হাসিনা কলেজের অধ্যাপক ও সাবেক ছাত্র নেতা আলাউদ্দিন হাওলাদার, সাবেক রামশীল ইউপি চেয়ারম্যান আশিষ বিশ্বাস, সাবেক রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীমচন্দ্র বাকচি, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, রাধাগঞ্জ ইউপি সদস্য কামাল শেখ, সাদুল্লাপুর ইউপি সদস্য মিন্টু বৈদ্য, সুনিল চন্দ্র বৈদ্য, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সিরাজুল ইসলাম সরদার, পিড়ার বাড়ী বাজার সভাপতি অরুন মল্লিক ও কলাবাড়ী ইউনিয়ন সাবেক ছাত্রনেতা কৃষ্ণ প্রসাদ মজুমদার।
উল্লেখ্য নেতাকর্মীরা উপজেলার সাদুল্লাপুর, রামশীল, কলাবাড়ী, বান্ধাবাড়ী কুশলা, হিরন, পিনজুরী, পৌরসভা, আমতলী কান্দি ও শুয়াগ্রামের বিভিন্ন জায়গায় সভা, গণসংযোগ, মিছিল ও উঠান বৈঠকের মাধ্যমে দোয়াত কলমের পক্ষে ভোট চেয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন। এ উপলক্ষে পিড়ারবাড়ী বাজারে পথ সভায় বক্তব্যে কোটালীপাড়া পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ বলেন- কোটালীপাড়ার জনগন অসাম্প্রদায়িক চেতায় বিশ্বাসী, বিমল কৃষ্ণ বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার একজন অত্যন্ত ¯স্নেহভাজন ব্যক্তি। সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকেই আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করব। তাই আমরা বিমল কৃষ্ণ বিশ্বাসের পক্ষে মাঠে নেমেছি। আপনাদের কাছে আবেদন আমরা আপনাদেরকে কিছু দিতে চাই, আশা করি আপনারা তা সাদরে গ্রহন করবেন।
আগামী ২৪ তারিখের নির্বাচনে দোয়াত কলম প্রতীককে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনা ও অসাম্প্রদায়িক চেতনার স্বপক্ষের শক্তিকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।