সব

চাঁপাই নবাবগঞ্জে হত্যা মামলায় মৃত্যু দন্ড ১, যাবৎজীবন ৪, ৩ জনকে ২ বছরের কারাদণ্ড প্রদান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 20th March 2019at 9:21 pm
125 Views

শাহরিয়ার আহাম্মদ শিমুলঃ  চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং ৪জনের যাবজ্জীবন, প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে বিগ্গ আদালত।

২০।০৩।২০১৯ রোজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক জনাব মো. শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব জগত গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে রবি ওরফে রবু এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মঙ্গল তারা গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. কাদের আলী, একই এলাকার মো. মাজেদ আলীর ছেলে সামশুল, মৃত সবদর আলীর ছেলে সাম মোহাম্মদ ওমৃত আতাউরের আপেল।

এছাড়া, এনামুল, আইনাল ও শরিফকে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেক কে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২২।০১।২০১৩ সালের ২২ চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব জগত গ্রামের শামসুদ্দিন টগর বাড়ী ফেরার পথে আসামীরা সন্ধ্যা সাড়ে ৭ঃ৩০ ঘটিকায় তার গতিপথ রোধ করে লাঠি ও হাসুয়া দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। জরুরি অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়, পরে চিকিৎসা রত অবস্থায়  ২৩।০১।২০১৩ ইং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে   তার মৃত্যূ হয়।

একই দিন তার ভাই জমসেদ আলী বাদী হয়ে ২২ জন কে আসামী করে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে, গত ৩০।০৪।২০১৩ ইং আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃনূর মোহাম্মদ সরকার।সাক্ষ্য প্রমানাদি শেষে ২০।০৩।২০১৯ ইং রোজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ উক্ত রায়ে দন্ডিত করেন


সর্বশেষ খবর