মাদকবিরোধী অভিযানে একজন নিহত
অনলাইন ডেস্কঃ মাদকবিরোধী অভিযানের কুমিল্লার সদর দক্ষিণে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন ওরফে জাম্বু মিয়া। তিনি ১১ মামলার আসামি।
আজ বৃহস্পতিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর ভাটপাড়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওরফে জাম্বু মিয়া (৩৫) সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের হারিছ মিয়ার ছেলে।
কুমিলা সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।