তেলবাহী লরির চাপায় শিক্ষকের মৃত্যু
অনলাইন ডেস্কঃ সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার রাজধানীর কল্যাণপুরে সড়ক পার হতে গিয়ে তেলবাহী লরির চাপায় আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর সদর এলাকার বাসিন্দা।
তিনি পেশায় মাদ্রাসাশিক্ষক ছিলেন।এসআই মঞ্জুরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়েন মাদ্রাসাশিক্ষক রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।