সড়ক দুর্ঘটনায় এনটিভির প্রবাসী সাংবাদিক নিহত
ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এনটিভির প্রবাসী সাংবাদিক ইমরান হোসেন (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় রাতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এসময় তার অপর সহকর্মী ফারুক গুরুতর আহত হন।
নিহত ইমরান হোসেন (৪২) সৌদি আরবের নাজরান প্রবাসী ব্যবসায়ী এবং এনটিভির প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর।
নিহত ইমরান হোসেন মরদেহ স্থানীয় সরকারি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।