ভারতের আসামে বিধানসভা নির্বাচন
আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হলো ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে বিধানসভা নির্বাচন। ৪ এপ্রিল একইসঙ্গে শুরু হয়ে পশ্চিমবঙ্গে ৫ মে এবং আসামে ১১ এপ্রিল পর্যন্ত চলবে ভোট।
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার মোট ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সব বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ১৯৮টি বুথে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা।
মোট ১৩৩ জন প্রার্থী এই ১৮টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা ৪০ লাখ ৯ হাজার ১৭১ জন। ভোট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনও অশান্তির খবর নেই। ১৫৭টি বুথে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোট হবে ৬ দফায়, সাত দিনে। আর আসামে এক সপ্তাহে দুই দফায় দুই দিনে ভোট হবে। আসাম ও পশ্চিমবঙ্গ দুটি রাজ্যেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তাই বাংলাদেশের ক্ষেত্রে দুটি রাজ্যের ভোট তাৎপযপূর্ণ বলে গণ্য করা হয়।
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোট হবে ১৭ এপ্রিল ৫৬টি কেন্দ্রে, তৃতীয় দফা ভোট হবে ২১ এপ্রিল ৬২টি কেন্দ্রে, ৪র্থ দফা ভোট হবে ২৫ এপ্রিল ৪৯টি কেন্দ্রে ও পঞ্চম দফা ভোট হবে ৩০ এপ্রিল ৫৩টি কেন্দ্রে। কলকাতায় ভোট ২১ ও ৩০ এপ্রিল। পশ্চিমবঙ্গে এবার ত্রিমুখী লড়াই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে একদিকে বামফ্রন্ট তথা সিপিএম-কংগ্রেস জোট, অন্যদিকে বিজেপিও আলাদাভাবে নির্বাচনী লড়াইয়ে সামিল। আসামে লড়াই মূলত তরুণ গোগইয়ের নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গে বিজেপির।