সব

আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 4th April 2016at 8:25 pm
24 Views

1স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে মন্ত্রী সভার নির্দেশ।

আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আবাসিক এলাকায় গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ক্যাম্পাস, বার, রেস্টুরেন্ট, হাসপাতালসহ বিভিন্ন অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর আবাসিক এলাকার নীতিমালায় বলা হয়েছে, এখানে কোনো বাণিজ্যিক গাড়ি, বার, হোটেল-রেস্টুরেন্ট রাখা যাবে না। এরপর আর কখনও অনুমতি ছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।


সর্বশেষ খবর