নতুন রাজনৈতিক দল বিএনজেপি
মোঃ শাহজালালা জুয়েলঃ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)।
মঙ্গলবার(০৫ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।
সদ্য গঠিত বিএনজেপির চেয়ারম্যান ফয়েজ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, আমরা যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত বাংলাদেশ চাই। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক ইস্যুতে ঐক্য চাই। হিংসা নয়, শ্রদ্ধার রাজনীতি চাই। সবগুলো ‘চাই’ কে একত্রিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের এই দল।
তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমান আর কখনো নেতৃত্ব দিতে পারবেন না। তারা রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছেন। শুধু তাই নয়, তারা জিয়ার বহুদলীয় চিন্তা-চেতনা থেকেও দূরে সরে গেছেন। পরিবারতন্ত্র কায়েম করেছেন খালেদা জিয়া। যেখানে যোগ্য কারও স্থান নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকার করে নিয়ে পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখেই আমাদের এ পথযাত্রা। এ মূহূর্তে কোনো জোটের সঙ্গে যাওয়ার ইচ্ছা নাই বলেও জানান ফয়েজ।
আগামী ০৮ এপ্রিল বিকেল ৩টায় বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সম্মেলন করে সাধারণের কাছে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে দলটি।