৩ কোটি টাকার একটি গাড়ি আটক
স্টাফ রিপোর্টারঃ শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ৩ কোটি টাকা দামের বিএমডব্লিউ এক্স—ফাইভ মডেলের একটি গাড়ি রাজধানীর গুলশান থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাড়ি আটকের কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, যাদের কাছে অবৈধ গাড়ি আছে তাদের দ্রুত গাড়ি জমা দিতে হবে। এক্ষেত্রে অবৈধ গাড়িগুলো প্রকৃত শুল্কায়ন করে ছেড়ে দেয়া হবে। আর যারা জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।