সব

বার্ন ইন্সটিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th April 2016at 11:32 am
21 Views

00 (4)স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য ৫শ’ শয্যার আধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে রাজধানীর চানখাঁরপুলের নির্ধারিত স্থানে এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, সেনাবাহিনী প্রধানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।এই প্রকল্পে ব্যয় হবে পাঁচ শ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, মোট ১ দশমিক ৭৬ একর জমিতে বার্ন ইন্সটিটিউট ও হাসপাতালটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হবে। আন্ডারগ্রাউন্ডে দুই তলা বেজমেন্টসহ মোট ১২ তলাবিশিষ্ট বহুতল একাধিক ভবনে সব ধরনেরে সুযোগ সুবিধাই থাকবে।

পৃথক তিনটি ব্লকের একটিতে বার্ন, একটিতে প্লাস্টিক ও অপরটিতে একাডেমিক ভবন থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে রাজধানীসহ সারা দেশের দগ্ধ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত ও গুণগত মানসম্পন্ন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে তোলার লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৩০ কোটি টাকা।


সর্বশেষ খবর