সব

এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 2nd May 2019at 7:54 pm
57 Views

 

অনলাইন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতাকে মঙ্গলবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ অভিনেতাকে আগামী ২০ দিন লাইফ সাপোর্টে থাকতে হবে বলে সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন তার স্ত্রী রুনী জামান।

বৃহস্পতিবার সমকাল অনলাইনকে রুনী জামান জানান, ৩০ এপ্রিল থেকে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসক বলেছেন অবস্থার পরিবর্তন না হলে আগামী ২০ দিন লাইফ সাপোর্টে রাখতে হবে তাকে।

পিন্ডকোষের অপারেশনের পর অ্যাজমা ও ঠান্ডাজনিত রোগের কারনে বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন।

অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়েকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। আজও তিনি দর্শকের কাছে নন্দিত।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘আলফা’ গত ২৬ এপ্রিল মুক্তি পায়।


সর্বশেষ খবর