সব

ফণির কারণে পেছালো এইচএসসি পরীক্ষা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 2nd May 2019at 8:02 pm
54 Views

 

অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় ফণির কারণে আগামী শনিবারের এইচএসসির সব বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানান।

জিয়াউল হক জানান, শনিবার সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো হবে আগামী ১৪ মে সকালে। একইভাবে ওইদিন বিকেলে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল তা বিকেলেই নেওয়া হবে।

শনিবার সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার কথা ছিল। আর বিকেলে ছিল গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জীববিজ্ঞান প্রথম পত্রের তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা ছিল।


সর্বশেষ খবর