সব

জেলার প্রশাসন প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 2nd May 2019at 8:31 pm
64 Views

 

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলা ও ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপদ ভবন নির্মাণ বিষয়ে মন্ত্রিসভা গঠিত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলীয় জেলার মানুষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে অভ্যস্ত। এ কারণে ঘূর্ণিঝড় ‘ফণি’ সম্পর্কে তারা সচেতন রয়েছেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। উপকূলীয় এলাকার মানুষের সঙ্গে সমন্বয় করে প্রশাসন কাজ করবে।


সর্বশেষ খবর