ফণীর কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় ফণীর কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই বিমানবন্দর।
এনডিটিভির খবরে বলা হয়, কলকাতা বিমানবন্দর বন্ধ হলে বিভিন্ন রুটের ২০০টির বেশি ফ্লাইট বাতিল হবে। এতে করে বিপুলসংখ্যক যাত্রীর যাত্রা অনিশ্চয়তায় পড়বে।
এদিকে ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশার প্রবল বেগে আঘাত এনেছে। সকাল সাড়ে ৯টায় আঘাত হানে। এর তাণ্ডবে এখন পর্যন্ত ভারতের ওড়িশার বিভিন্ন অঞ্চলে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ওড়িশার সান টাইমস নামের একটি সংবাদ মাধ্যম।