সব

আশুলিয়া বিএনপি’র নেতা-কর্মীদের বণভোজন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th April 2016at 12:10 pm
26 Views

7মোঃ রিপন মিয়া: আশুলিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশুলিয়া থানা  সংগঠনের উদ্যোগে গতকাল সকালে বিপুল সংখ্যক নেতা-কর্মী গাজীপুরের কাশিমপুর লতিফপুর মনপুরা পিকনিক স্পটে ী  বণভোজন উদযাপন করেছে।

বণভোজনে নেতৃত্ব দেন ঢাকা-১৯ আসনের সাবেক  এমপি, আশুলিয়া বিএনপি সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

বণভোজনেনে আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপি সহ-সভাপতি বাসেদ দেওয়ান, সাধারণ সম্পাদক আজগর হোসেন, সাংগঠনিক সম্পাদক ধামসোনা ইউপি’র চেয়ারম্যান আব্দুল গফুর, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দলের থানা সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ সাভার পৌরসভা ও থানা নেতৃবৃন্দ, এছাড়া শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া, ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাড়ে ৩ হাজার নেতা কর্মী বনভোজনে অংশ নেয়।

এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার অনেক নেতা-কর্মী। বনভোজনে গমণকারীরা জানান, দীর্ঘ ৪ মাস ৯ দিন কারাভোগের পর ২৬ মামলায় জামিনে ডাঃ সালাউদ্দিন বাবু এলাকায় ফিরে এসেছেন। ফলে নেতা-কর্মীরা তাকে নিয়ে এ আনন্দ অনুষ্ঠানের  আয়োজন করেছে। সাবেক এমপিকে ফিরে পেয়ে তারা উচ্ছ্বসিত আনন্দে মাতোয়ারা। দিনব্যাপী মনপুরা পিকনিক স্পটে কাটিয়েছেন তারা। বনভোজনে বাড়তি আনন্দ ছিল খেলাধুৃলা, র‌্যাফেল ড্র ও  সাংস্কৃতিক অনুষ্ঠানে নামীদামী শিল্পিদের হৃদয় ছোঁয়া গান।

বিকেল সাড়ে ৪টায় বিএনপি’র বনভোজনের সংবাদ পেয়ে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাজির হন। এসময় গ্রেফতার আতংকে অনেকেই হুড়োহুড়ি করে পিকনিক স্পটের বাহিরে আসে। সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবু সহ থানা
নেতৃবৃন্দ দ্রুত স্থান ত্যাগ করেন। পরে বনভোজনে অংশগ্রহণকারীরাও চলে যান।


সর্বশেষ খবর