সব

আবারোও তৌসিফ-ফারিয়ার জুটি !!!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th April 2016at 6:56 pm
24 Views

huk-1440x564_c

বিনোদন ডেস্ক : সর্বশেষ দুজনের দেখা মিলেছিল আলোচিত-সমালোচিত ‘রুমডেট’ নাটকে। তারপর একটা বছর কেটে গেলা। দুজনকে নতুন কোন একক নাটকে দেখা যায়নি। টানা একবছর কোন একক নাটকে জুটি বাঁধলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া। বেল্লাল হোসেনের মানিকের ‘ভালোবাসি তোমায়’ শিরোনামে রোমান্টিক নাটকে অভিনয় করছেন তারা।

নাটকের গল্পে দেখা যাবে, নিজের মুঠোফোনটি হারিয়ে ফেলে শবনম ফারিয়া। রাস্তায় মোবাইলটি খুঁজে পায় তৌসিফ। মোবাইলে সেভ রাখা ফারিয়ার একটি ছবি ভালো লেগে যায় তৌসিফের। সেই থেকেই ফারিয়ার প্রেমে পড়েন তিনি। শবনম ফারিয়া জানালেন, ‘এক বছর পর কোন এককে তৌসিফের সঙ্গে কাজ করলাম। খুব ভালো লাগছে’। গত পরশু শুরু হয়েছে নাটকটির শুটিং। জানা গেছে, আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে নাটকটি।


সর্বশেষ খবর