সব

নুসরাত জাহান এবার পেলেন রথযাত্রায় আমন্ত্রণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd July 2019at 3:22 pm
55 Views

বিনোদন ডেস্কঃ সংসদে পা রেখেই নজর কেড়েছেন নুসরাত জাহান। ট্রোলের মুখে দাঁড়িয়েও যে ভাবে দৃঢ় ভাবে সম্প্রীতির কথা বলেছেন তিনি, তা মুগ্ধ করেছে ইসকনকে। বৃহস্পতিবার কলকাতায় ইসকনের রথযাত্রায় আমন্ত্রণ জানানো হলো বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে।

মুসলিম ধর্মাবলম্বী হয়েও একজন ভিনধর্মীকে বিয়ে করায় মুসলিমদের আক্রমণের মুখে পড়েন টলিউড অভিনেত্রী ও প্রথমবারের সাংসদ নুসরাত। তাঁর সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে সংসদে আসা ভালো চোখে নেয়নি অনেকেই। তবু ট্রোলের মুখে দাঁড়িয়েও জোর গলায় নিজের কথা জানিয়েছেন নুসরাত। বলেন যে তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন, আছেন এবং থাকবেন।

এটাই আধুনিক ভারতের আদর্শ ছবি বলে মনে করছেন ইসকনের মুখপাত্র রাধারমন দাস। ইসকন নিজেও ধর্মীয় সংগঠন হলেও সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী বলে জানিয়েছেন তিনি। সেই কারণেই এবার রথযাত্রায় বিশেষ আমন্ত্রণ জানানো হলো নুসরাতকে।

নুসরাত রথযাত্রার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মঞ্চে থাকবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মমতা। ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে রথযাত্রার অনুষ্ঠান, যা ভারতের পুরীর রথযাত্রার পরেই বৃহত্তম রথযাত্রা।


সর্বশেষ খবর