সব

হিলিতে কবরস্থান রক্ষায় প্রধান মন্ত্রির নিকট স্বারকলিপি প্রদান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 4th July 2019at 10:36 pm
45 Views

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবীতে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে স্বারকলিপি প্রদান করেন স্থানীয় বাসিন্দারা।

০৩ জুলাই, বুধবার দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলমের হাতে হিলি বাসীর পক্ষে স্বারকলিপি প্রদান করেন, হিলি আল-আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ সামসুল হুদা খান ও অন্যান্য স্থানীয়রা।

উল্লেখ্য যে, হিলি কেন্দ্রীয় কবরস্থানের উপর দিয়ে হিলি-জয়পুরহাট রুটে চার লেন সড়ক নির্মাণ করা হবে -এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থান রক্ষার দাবীতে উক্ত স্বারকলিপি প্রদান করা হয়।

এলাবাসীর দাবী, হিলি-জয়পুরহাট চার লেনের সড়কটি কবস্থানের উপর দিয়ে না নিয়ে কবরস্থানকে রক্ষা করে তার পাশ দিয়ে সড়কটির সম্প্রসারণ করা হোক।

 


সর্বশেষ খবর