রাবিতে ডাটা সায়েন্স এন্ড এসডিজি’স বিষয়ক কনফারেন্স ডিসেম্বরে
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ডাটা সায়েন্স এন্ড এসডিজি’স : চ্যালেঞ্জস, অপরচুনিটিস এন্ড রিয়েলিটিস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৮-১৯ ডিসেম্বর। পরিসংখ্যান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সপ্তমবারের মতো এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
রাবি উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবাহাননের সভাপতিত্বে কনফারেন্সের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীর।
সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের অধ্যাপক তাপিও নাম্মি। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ভারতসহ ৭ টি দেশের ৪০ জনের বেশি বক্তা কনফারেন্সে বক্তব্য রাখবেন।
রেজিষ্ট্রেশন সহ কনফারেন্স সম্পর্কিত সকল তথ্যwww.ru.ac.bd/stat/conference-২০১৯ ওয়েবসাইটে পাওয়া যাবে। পরিসংখ্যান বিভাগ ১৯৯৪ সাল থেকে প্রতি তিন বছর পর পর এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে থাকে।