বাস ভাড়া কমানোর দাবিতে কর্মসূচী
ডেস্ক রিপোর্টঃ বাস ভাড়া কমানোর দাবিতে কমিউনিস্ট পার্টির কর্মসূচী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।
সংগঠনটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ সাহা, প্রমুখ বক্তব্য রাখেন।
আব্দুল কাদের বলেন, সারা পৃথিবীতে তেলের দাম কমেছে আরো আগেই। কিন্তু ভর্তুকির ক্ষতি পুষিয়ে নিতেই এতোদিন সরকার তেলের দাম কমায়নি। এখন শোনা যাচ্ছে তেলের দাম কমাবে।
কিন্তু শুধু তেলের দাম কমালে চলবে না। বাসভাড়াও কমাতে হবে। কেননা, তেলের দাম যখন বাড়ানো হয়েছে, বাস ভাড়াও বাড়ানো হয়েছিল।
তিনি আরো বলেন, বাস ভাড়া কমিয়ে সরকারকে গণপরিবহনের সংখ্যা ও রুট বাড়াতে হবে।
এ সময় তিনি ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ১০ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ১১ দিন সারাদেশের সব বাসস্ট্যান্ডে সভা ও সমাবেশ এবং ২৫ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ অনুষ্ঠিত হবে।