সব

ইসলামের নামে বিশৃংখলা সৃষ্টি করবেন না

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 9th April 2016at 2:45 am
17 Views

7স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘যারা ইসলামের নামে বিশৃংখলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাস হতে পারে না।’

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলনা ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, পার্টির মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী বক্তৃতা করেন।

এরশাদ বলেন, বিশৃংখলা সৃষ্টিকারীরা কখনো জনগণের বন্ধু হতে পারে না। ইসলামের নামে যারা মানুষ হত্যা করে- তারা প্রকৃত ইসলামে বিশ্বাস করে না।


সর্বশেষ খবর