সব

‘মানুষ হত্যা করে উন্নয়ন করা যায় না’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 9th April 2016at 2:50 am
23 Views

18স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বাঁশখালীতে উন্নয়নের নামে গুলি করে সাধারণ মানুষ হত্যা এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে পরিবেশ ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের’ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, মানুষ হত্যা করে যেমন দেশের উন্নয়ন করা যায় না। তেমনি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পরিবেশ ধ্বংস করা কখনো ঠিক হতে পারে না। যেই এলাকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, সে এলাকায় নির্মাণের আগে স্থানীয় জনগণের মতামত নেয়া প্রয়োজন ছিল। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কতৃপক্ষ তা করে নি।

মানববন্ধনে বক্তারা বলেন, এদেশের সাধারণ জনগণ দেশের উন্নয়ন চায়, বিদ্যুৎ উৎপাদন চায় কিন্তু বিদ্যুৎ কেন্দ্র করার নামে পরিবেশ ধ্বংস হোক সেটা চায় না। একইভাবে প্রতিবাদকারী এলাকাবাসীর উপর গুলিবর্ষণ এবং হত্যাও নিন্দনীয়। দেশের সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ হলে চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎতের জন্য সাধারণ মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এসময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এবং ঐ এলাকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে তা প্রতিহত করার ঘোষণা দেন।


সর্বশেষ খবর