আজ মুজিবনগড় সরকার দিবস
আমার বাংলা ডেস্কঃ পূর্ব বাংলার সাড়ে সাত কোটি জনসমষ্টি ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিন্ঠার এক জীবনমরন সংগ্রামে লিপ্ত হয়।এ সংগ্রাম চলতে থাকে ৯ মাসব্যাপী। সংগ্রামকালীন সময়ে গঠন করা হয় অস্থায়ী সরকার এ সরকারের প্রধান ছিলন শেখ মুজিবর রহমান।
তারই নামানুসারে এ সরকারের নামকরন করা হয় মুজিবনগর সরকার।
১৯৭১ সালের ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার বর্তমান মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথর আম্রকাননে দেশি বিদেশি১২৭ জন সাংবাদিক ও কিছু গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কঠোর নিরাপওা ও গোপনীয়তায় শপথ অনুন্ঠান সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান জাতীয় পরিষদের সমস্য অধ্যাপক ইউসুফ আলী।
আওয়ামী লীগর নির্বাচিত গনপ্রতিনিধিগন কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার একটি সাংবিধানিক ঘোষনা দেওয়া হয়। শপথ অনুষ্ঠানে প্রবাসী সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য ন্যাশনাল আওয়ামি পার্টি( ন্যাপ ভাসানী) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামি পার্টির ( মুজাফফর) অধ্যাপক মুজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং, কংগ্রেসের শ্রীমনোরাঞ্জন ধর এবং আওয়ামী লীগের ৫ জন প্রতিনিধি নিয়ে সর্বমোট ৯ সদস্য বাশিষ্ট একটি উপদেশষ্টা পরিষদ ড়ঠন করা হয়।মুজিবনগর সরকারের মন্তিসভাঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুন্ঠানিকভাবে শপথ গ্রহন করেন। মুজিবনগর সরকাররের কাঠামো ছিলঃ রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( পাকিস্তান সামরিক শাসকদের হাতে বন্দি) উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধর অনুপস্থিতিতে অস্হায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকার বলে সশস্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ন গ্রহন) প্রধানমন্ত্রীঃ তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী , এম,মনসুর আলী,। স্বরাস্ট্র ও পুনর্বাসন মন্ত্রীঃ এ. এইচ. এম কামরুজ্জামান। পররাস্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমদ। প্রধান সেনাপতিঃ কর্নেল( অব.) এম. এ. জি. ওসমানি,। চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আবদুর রব। ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী প্রধানঃ গ্রোপ ক্যাপ্টন এ. কে. খন্দকার।সূএঃ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ দলিল পএঃ তৃতীয় খন্ড পৃঃ১৬-১৭