দিলরুবা খানের প্রেমে দিওয়ানা
বিনোদন ডেস্কঃ পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গেয়ে নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন দিলরুবা খান। মাঝে গানটির রিমেক করেও ছিলেন আলোচনায়। এবার গায়িকা গাইলেন নতুন গান ‘প্রেমে দিওয়ানা’। ৬ জুলাই গানটির রেকর্ডিং হয়েছে। লিখেছেন ও সুর করেছেন জাহাঙ্গীর রানা, সংগীতায়োজনে শান। আসছে ঈদে ইউটিউব চ্যানেল ‘পরানের গান’ থেকে ভিডিও আকারে এটি প্রকাশ করা হবে।
দিলরুবা খান বলেন, ‘আমি আগাগোড়া গানের মানুষ। নতুন গান গাইতে সব সময়ই ভালো লাগে। এই গানের গীতিকার-সুরকার দুজনই তরুণ। গানটির কথা-সুরে নতুনত্ব আছে। গাইতে গিয়ে বেশ তৃপ্তি লেগেছে। আমার গান যাঁরা পছন্দ করেন তাঁদের ভালো লাগবে।’ কিছুদিন আগে স্বস্তিকা রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় দিলরুবা খানের গাওয়া ‘কি করে বলব তোমাকে’।