সব

এবার অবৈধ রিকশা ঢেকাতে কিউআর কোড

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th July 2019at 3:40 pm
47 Views

আমারবাংলা ডেস্কঃ অবৈধ রিকশা শনাক্ত করতে বৈধ রিকশাগুলোতে কিউআর কোড বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, কোনো রিকশা মূল সড়কে চলতে পারবে না। বাইলেনে রিকশা চালানো যাবে।

আজ বুধবার দুপুরে গুলশানে নগরভবনে রিকশা মালিক-চালক ও ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, অবৈধ রিকশা ও গ্যারেজ শনাক্ত করতে আমরা ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে দেব। সিটি করপোরেশন এলাকায় বৈধ রিকশাগুলোকে কিউআর কোড করে দেওয়া হবে। এটার যেন নকল না হতে পারে সে জন্য সর্বোচ্চ উন্নত প্রযুক্তি কাজে লাগানো হবে।

তিনি বলেন, চালাকদের ডাটাবেস করা হবে। এতে বোঝা যাবে কোন রিকশা কে চালাচ্ছেন। রিকশাচালকদের জন্য ওয়ার্ড ভিত্তিক ড্রেস করে দেওয়া হবে। সিটি করপোরেশনের ডাটাবেসে ২৭ হাজার ৫০০ রিকশা আছে।


সর্বশেষ খবর