সবচেয়ে বেশি ওজনের সেই পাকিস্তানির মৃত্যু
অন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সবচেয়ে বেশি ওজনের মানুষ নুরুল হাসান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে সোমবার হাসপাতালের আইসিইউ বিভাগে তাঁর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ২৮ জুন ওজন কমাতে ৩৩০ কেজি ওজনের নুরুল হাসানের সফল লাইপোসাকশন অস্ত্রোপচার হয়েছিল। এর আগে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার নির্দেশে চিকিৎসার জন্য তাকে সেনা হেলিকপ্টারে করে লাহোরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অস্ত্রোপচারের পরে হাসানকে হাসপাতালের আইসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। সোমবার হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ দেখা দেয়। এরপর আইসিইউ বিভাগে তার ওপর নজরদারি করা সম্ভব হয়নি। অভিযোগ, এ কারণেই মারা গেছেন নুরুল হাসান এবং আরও এক রোগী। হাসপাতালের চিকিৎসক মাজুল হাসানও একই দাবি করেছেন।
মাজুল হাসান জানান, অসুস্থ বোধ করা সত্ত্বেও নুরুলের সহায়তায় হাসপাতালের কোনও কর্মী এগিয়ে আসেননি। এই অবহেলার কারণে মারা গেছেন তিনি।