সব

ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন কাঠমিস্ত্রি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th July 2019at 3:48 pm
50 Views

আমারবাংলা ডেস্কঃ কিস্তিতে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ফেনীর কাঠমিস্ত্রি মোহাম্মদ ইয়াছিন। গত রবিবার একাডেমী রোড ওয়ালটন প্লাজার সামনে ইয়াছিনের হাতে প্রাপ্ত টাকার চেক তুলে দেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুল, ওয়ালটন ফেনী জোনের এরিয়া ম্যানেজার সোহেল রানা, ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট-২ এর প্রধান মো. আরিফুল ইসলাম, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট-৪ এর প্রধান রাজীব কুমার দাস, একাডেমী রোড ওয়ালটন প্লাজা ম্যানেজার সাজেদুল ইসলাম, এস এস কে রোড প্লাজা ম্যানেজার ইমরুল কায়েস।

ওয়ালটন জানায়, এর আগের দিন ওয়ালটন ফ্রিজ কিনে একই পুরস্কার পেয়েছেন চাঁদপুর জেলার উত্তর মতলবের পাঁচআনি গ্রামের মসজিদের ইমাম মোহাম্মদ জাকির। ইয়াছিন স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন ফেনীর ধর্মপুরে। ফেনী শহরে ফ্রিজের ক্রেতাদের জন্য ঘোষিত ‘কে হবে আজকের মিলিয়নেয়ার’ শীর্ষক ক্যাম্পেইনের প্রচারণা দেখে একাডেমী রোডের ওয়ালটন প্লাজায় ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে ফিরতি মেসেজে সৌভাগ্যক্রমে পেয়ে যান ১০ লাখ টাকার পুরস্কার। গত বুধবার ১০ হাজার ডাউনপেমেন্ট দিয়ে তিন বছরের কিস্তিতে ২৫,৩০০ টাকা মূল্যের একটি গ্লাস ডোর ফ্রিজ কিনেছিলেন তিনি। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন।


সর্বশেষ খবর