ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ, রিজার্ভ ডেতেও বৃষ্টির শঙ্কা
খেলাধুলা ডেস্কঃ ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রিজার্ভ ডেতে পা দিয়েছে। গতকাল মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৪৬.১ ওভার খেলা হয়েছে। আজ বুধবার সেখান থেকেই খেলা শুরু হওয়ার কথা। তবে এদিনও বৃষ্টির শঙ্কা রয়েছে।
গতকাল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এ পর্যন্ত ৫ উইকেটে ২১১ রান করেছে কিউইরা।
ম্যানচেস্টারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও মাঝেমধ্যে বিশ্রাম দিয়ে হতে পারে মুষলধারে বৃষ্টি।
সেই অনুযায়ী নির্ধারিত সময়ে (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) শুরু না হলে খেলা গড়াবে কার্টেল ওভারে। অর্থাৎ ওভার কমিয়ে ফেলা হবে। এক্ষেত্রে ২১১ রানেই থামতে হবে নিউজিল্যান্ডকে। আর এই রানের পৃষ্ঠে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। সেই হিসাবে সমস্যায় পড়তে পারে কোহলিরা। কারণ ওভার যত কমবে তাদের টার্গেটে তত বাড়বে।