কাতারের আকাশে দুটি প্লেনের সংঘর্ষ
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th July 2019at 4:16 pm
FILED AS: আন্তর্জাতিক
46 Views
আন্তর্জাতিক ডেস্কঃ কাতারে মাঝ আকাশে দুটি মিলিটারি প্লেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুটি প্লেনই বিধ্বস্ত হয়েছে। প্লেন দুটি সামরিক প্রশিক্ষণের বিমান ছিল। আজ বুধবার এ ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, বুধবার মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উভয় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
কি কারণে এই সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে প্রশিক্ষণরত দুটি বিমানের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় বিমান দুটির একজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্যজন মারা যান।
সূত্র : ডেইলি সাবাহ