সব

ভোল পাল্টাতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 9th April 2016at 7:43 pm
24 Views

29স্টাফ রিপোর্টারঃ রিজার্ভ লুটের সব অর্থ ফিরে পাবে বাংলাদেশ ব্যাংক। অর্থ ফিরিয়ে আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। পুরো অর্থই ফিরে পাব আমরা। এতদিন এরকম বক্তব্যই ছিল বাংলাদেশ ব্যাংকের। দায়িত্ব নিয়ে নতুন গভর্নর ফজলে কবির গণমাধ্যমকে বলেছিলেন, অর্থ উদ্ধারই তার প্রথম কাজ। সেই বক্তব্যের ভোল পাল্টালো বাংলাদেশ ব্যাংক। এখন বলছে, সব অর্থ ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-৩ এস কে সুর চৌধুরী গণমাধ্যম কর্মীদের সামনে অর্থ লুটের বিষয়ে প্রথম কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এডিবির সহযোগিতায় মানিলন্ডারিং বিষয়ে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি অর্থ ফেরত পাওয়া যাবে। সংশ্লিষ্ট দেশগুলোও আমাদের সহায়তা করছে। আমরা চেষ্টা করে যাচ্ছি তবে পুরোটা ফেরত নাও পাওয়া যেতে পারে। গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়। তারপর থেকেই চুপ করে থাকেন বাংলাদেশ ব্যাংকের এই প্রভাবশালী কর্মকর্তা। ইতিপূর্বে কেন্দ্রীয় ব্যাংকের যেকোন বিষয়ে তার সরব উপস্থিতি ছিল। ঘটনা প্রকাশ হওয়ার দীর্ঘ একমাস পরে সাংবাদিকদের সঙ্গে প্রথম কথা বললেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সংঘবদ্ধ একটি চক্র। এর মধ্যে ১৯.৯৩ মিলিয়ন মার্কিন ডলার শ্রীলংকা ফেরত দিলেও এখন পর্যন্ত তা বাংলাদেশ ব্যাংক বুঝে পায়নি। আর ৮১ মিলিয়ন ডলার রয়েছে ফিলিপাইনে। এ ঘটনার সন্দেহ ভাজন ব্যবসায়ী কিম অং প্রথমে ৪৬ লাখ ৩০ হাজার ডলার, পরে ৮ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয় ফিলিপাইনের আর্থিক গোয়েন্দা ইউনিট এএমএলসির কাছে। কিন্তু ফিলিপাইনের পত্রিকা বলছে, দ্বিতীয় দফায় আরো ৮৭০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬ হাজার ৯৬০ কোটি টাকা চুরি করে পাঠানো হয় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে। ফেডারেল রিজার্ভের সন্দেহ হলে সেই অর্থের ছাড় আটকে দেয় ফিলিপাইন। পরে সে অর্থ ফেরত নেয় ফেডারেল রিজার্ভ। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই বলেনি। এটিও চেপে রেখেছে।


সর্বশেষ খবর