নান্দাইলের ১১টি ইউনিয়নের স্বতন্ত্র ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাংবাদিক সন্মেলন
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে গ্রহনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে অন্যত্র বদলীর দাবিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ছাড়া স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা সাংবাদিক সন্মেলন করেছেন।
শনিবার নান্দইল উপজেলা রেজিষ্ট্রি অফিস মাঠে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা সাংবাদিক সন্মেলন করে।
সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আচারগাঁও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রেনু। লিখিত বক্তব্যে তিনি বলেন সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচনী আচরন বিধি লংঘন করে প্রতিটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে জনসভা বক্তব্য প্রদান এবং দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার উন্নয়ন হবে বলে প্রতিশ্র“তি দিচ্ছেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ এই সব জনসভায় উপস্থিত থাকেন । উপজেলার ১১টি ইউনিয়নের স্বতন্ত্র ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের নেতা ও কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিদিন পুলিশ হানা দিচ্ছে এবং সরকার দলীয় প্রাথী ও তার লোকজন অন্য প্রার্থীদের পোষ্টার ছিড়ে ফেলছে এবং বোটারদেও ভয় ভীতি দেখিয়ে বলছেন নৌকা প্রতীকে একটি ভোট পড়লেও প্রার্থী জয়ী হবে। এসব বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জেও কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেও কোন ফল পাছ্ছে না বলে সাংবাদিক সন্মেলনে চেয়ারম্যান প্রার্থীরা উল্লেখ করেন,সাংবাদিক সন্মেলনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ছাড়া স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন,আগামী ২৩ এপ্রিল নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।