ময়মনসিংহে বিদেশি প্রজাতির বাসন্তি ফুল
গোলাম রাসেলঃ ময়মনসিংহ বন বিভাগ কার্যালয়ে বাগানে বিদেশি বাহারি প্রজাতির বাসন্তি ফুল ফুটেছে। বিদেশি প্রজাতির এ ফুলটি বছরে একবার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের শেষ দিকে ফুঁটে থাকে। টসটসে হলুদে রঙয়ের ফুল দেখতে প্রকৃতির খুব কাছের মনে হয়। বাংলাদেশে এ ফুল খুবই দুর্লভ।
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন জেলা বন বিভাগ অফিস ঘুরে দেখা যায়,কয়েকটি গাছে অনেকগুলো ফুল পরিপক্কভাবে হলুদে রঙে ফুটেছে উঠেছে । যা সাধারণ লোক দেখে ফুলের যে আনন্দ তা উপভোগ করতে পারে। জেলার বন বিভাগের সংরক্ষণে বাসন্তির একটি মাত্র গাছ আছে ময়মনসিংহ বন বিভাগের অফিসের সামনের এই বাগানে।
এদের ফুল ফেব্রুয়ারি থেকে মার্চে ফোটে এবং ফুল ফোটার সময় গাছে কোনো পাতা থাকে না। ফুল ফোটার কয়েকদিন পরে নতুন পাতা জন্মায়। বর্তমানে বাগানের প্রজাতি হিসেবে এরা বিখ্যাত।
বাসন্তী এ ফুল ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শেষ সময়ের মধ্যে ফোটে। গাছের দিকে তাকালে চোখে পড়বে শুধুই ফুল আর ফুল।
ফুল ঝরে যাবার ২/৩দিনের মধ্যেই আবার নতুন পাতা বের হয় এবং অতি দ্রুতই পুরো গাছ সবুজ পাতায় ছেঁয়ে যায়।