সব

ব্যানার-পোস্টারে আমার ছবি লাগাবেন না

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th April 2016at 12:11 pm
33 Views

42স্টাফ রিপোর্টারঃ দলীয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেসব ব্যানার-পোস্টার তৈরি করা হয় সেখানে নিজের ছবি না দেয়ার অনুরোধ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (১০ এপ্রিল) সকালে প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এ অনুরোধ করে একটি স্ট্যাটাস দেন। তাতে বলেন, ‘দয়া করে এটা আর করবেন না।’

ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমরা বিভিন্ন সময় দলের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই। যেখানে স্থানীয় নেতা-কর্মীরা ব্যানার-পোস্টারে আমার আর নিজেদের বিশাল বিশাল ছবি দেন। দয়া করে এটা আর করবেন না।’

ওই ব্যানার-পোস্টারে কাদের ছবি থাকবে, সে সম্পর্কে একটি নির্দেশনাও দেন তিনি। লেখেন, ‘ব্যানারে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকবে বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি। সেখানে আমার ছবিও থাকবে না এবং আপনাদের কারও ছবিও না।’

দুঃখ প্রকাশ করে তারানা বলেন, ‘আমাকে দেওয়া অনেক সংবর্ধনা সভায় আমি আমার ছবিযুক্ত এরকম অনেক ব্যানার নামিয়ে তারপরে সভায় উপস্থিত হয়েছি। তারপরেও এই ধরনের ছবিযুক্ত আত্মপ্রচারণামূলক ব্যানার-পোস্টারের রীতি থামছেই না।’

এরপর তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজে থেকে এই ধরনের ব্যানার-পোস্টার করবেন না।’ ছবিযুক্ত ব্যানার-পোস্টার করে বিব্রত না করারও অনুরোধ জানান প্রতিমন্ত্রী।


সর্বশেষ খবর