গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
রনী আহম্মেদ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার আয়োজনে, পূজা উদযাপন পরিষদের সভাপতি জসদা জীবন সাহার সভাপতিত্বে কোটালীপাড়া কেন্দ্রীয় কালিমন্দির চত্বর হতে শুরু হয়ে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত শোভাযাত্রাটি উদ্বোধন করেন। এর আগে রাধাগঞ্জ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে ও কোটালীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র দাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী, কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, প্রভাষক কার্তিক চন্দ্র বিশ^াস, শেখ হাসিনা কলেজের প্রভাষক আলা উদ্দিন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।