কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে বরের বাবার ১বছর ও ইমামের ২বছরের জেল
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বরের বাবাকে এক বছর ও বিয়ে পড়ানো ইমামকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দিনগত গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামে ভ্রাম্যমান আদালত এই রায় প্রদান করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার ভূমি জামির হোসেন।
বিচারক জাকির হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারেকুজ্জামানের সাথে একই গ্রামের জিয়াউল ইসলামের মেয়ের গভীর রাতে গোপনে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে হাজির হয়ে বর এবং কনের বয়স না হওয়া বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া রাতে সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বরের পিতা ইসমাইল হোসেনকে এক বছরের কারাদন্ড ও বিয়ে পড়ানোর অপরাধে স্থানীয় মসজিদের ইমাম মিলন হোসেনকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়।