সব

ভিডিওতে তাহসান-মিথিলার ‘অনুভূতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 1st October 2019at 3:46 pm
38 Views

বিনোদন ডেস্কঃ তাহসান ও মিথিলা জুটি বেঁধে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তবে সংসার ভাঙার পর নতুন কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের। এবার প্রকাশ পেল তাঁদের দ্বৈত গান ‘অনুভূতি’র ভিডিও। তা নিয়ে আলোচনা চলছে দুই তারকার ভক্তদের মাঝেই। তবে কি বিচ্ছেদ সত্ত্বেও নতুন গানে জুটি বাঁধলেন তাঁরা? খোঁজ নিয়ে জানা গেছে, গানটি তাহসানের ‘ইচ্ছে’ অ্যালবামের। তরুণ মুন্সির কথায় সুর ও সংগীতায়োজন করেছিলেন তাহসান নিজেই। বছর তিনেক আগে জি সিরিজ থেকে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হয়। এবার পূর্ণাঙ্গ ভিডিও এনেছে প্রতিষ্ঠানটি। তাতে মডেল হিসেবে দেখা গেছে এফ এস নাঈম ও শবনম ফারিয়াকে। এ প্রসঙ্গে জি সিরিজের সিইও খাদেমুল জাহান বলেন, ‘তাহসান-মিথিলার গাওয়া এই গানটি অনেক সুন্দর। লিরিকাল ভিডিও করার পর আমরা ভালো রেসপন্স পাই। তাই এবার পূর্ণাঙ্গ ভিডিও করেছি। ভিডিওটি বানানো হয়েছে আমাদেরই একটি নাটকের স্টক ফুটেজ থেকে। দর্শকরাও তা ভালোভাবেই গ্রহণ করছেন।


সর্বশেষ খবর