সব

প্রকাশ হলো সুতপা মণ্ডলের প্রথম মৌলিক গান ‘মুখোমুখি’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 4th October 2019at 12:50 pm
35 Views

বিনোদন ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনিতে সন্ধান মিলেছে এক লতাকণ্ঠির। তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন এদেশের একাধিক সঙ্গীতজ্ঞ। কুমার বিশ্বজিৎ বলেছেন ন্যান্সির পরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন আরেকটি কণ্ঠ পেয়েছে। এই কণ্ঠকে যতœ করতে হবে।

সুতপা মণ্ডল সম্প্রতি গেয়েছেন তার মৌলিক গান। কুমার বিশ্বজিতের সুরে গানটি লিখেছেন, কবির বকুল। গানের নাম ‘মুখোমুখি।’ এই গানের সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস।

কুমার বিশ্বজিৎ কালের কণ্ঠকে বলেন, ‘মেয়েটার বয়স অল্প কিন্তু গলায় দারুণ ম্যাচিউরিটি। আমি বলবো না খুব কঠিন কিছু সে করে ফেলেছে। তবে তার গলার কাজ কিন্তু অতটা সহজও না, সে অনেকদূর যাবে পরিচর্যা করলে।’

সুতপা বলে, ‘গানটি করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। যখন গানটি করছিলাম, প্রথমে ভয় ভয় লাগছিল। তবে দুই বারেই গানটি করতে পেরেছি। কবির বকুল স্যার আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর কুমার বিশ্বজিৎ স্যার সুযোগ করে দিয়েছেন গান করার।’

গানটি অনলাইনে প্রকাশিত হয়েছে।

শুনুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গানগুলোর একটি


সর্বশেষ খবর