সব

চলমান অভিযানে শুধু র‌্যাব নয়, অনেক এজেন্সি জড়িত : র‌্যাব ডিজি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 4th October 2019at 4:53 pm
41 Views

আমারবাংলা ডেস্কঃ র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে বলেছেন, এই পুরো প্রক্রিয়াটিতে সরকারের বিভিন্ন এজেন্সি জড়িত, এক্ষেত্রে র‌্যাব ফোর্সেস লিড এজেন্সি নয়।

আজ শুক্রবার রাজধানীর বনানী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

র‌্যাবের চলমান অভিযানের তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয়। এর সঙ্গে শুধুমাত্র র‌্যাব ফোর্সেস জড়িত না। প্রধানমন্ত্রী এবারের নির্বাচনী মেনিফেস্টোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

তিনি বলেন, এই অভিযানের লিড এজেন্সি র‌্যাব না। আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।

তবে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে সরকারের নির্দেশে যখন যেখানে প্রয়োজন হবে, তখনই অন্য প্রতিষ্ঠানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর